দিলীপ ঘোষকে পাল্টা দিতে গিয়ে বিপত্তি, 'রোলার' বিতর্কে জড়ালেন উদয়ন গুহ

 ভেটাগুড়ি বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়ি। নাম না করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের বাড়ির কথাই বলেন উদয়ন গুহ।

দিলীপ ঘোষকে পাল্টা দিতে গিয়ে বিপত্তি, 'রোলার' বিতর্কে জড়ালেন উদয়ন গুহ

ট্রাইব টিভি ডিজিটাল: পঞ্চায়েত ভোটের দামামা যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক বিরোধী তরজা। ফের দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে সংবাদ শিরোনামে চলে এলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শনিবার দিনহাটা ২ নম্বর ব্লকের গোবরাছড়া- নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের খারিজা দশগ্রাম এলাকায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ''আমাদের কাছে খবর আছে তৃণমূলের কারা কারা ভেটাগুড়ির দিকে যায়। কেউ ভেটাগুড়িতে গিয়েছে সঠিকভাবে যদি খবর পাওয়া যায় তাহলে সেখান থেকে ফেরার পথে তাদের গাড়ি যদি রাস্তার সঙ্গে মিশে যায়, তাহলে আমাকে দোষ দিতে পারবেন না।'' 

 তিনি আরও বলেন, ''দিলীপ ঘোষ নাকি বলেছেন তৃণমূলের যদি কোনও কর্মী আমার গাড়ির সামনে আসে তাহলে নাকি তিনি  গুঁড়িয়ে দেবেন।'' বিজেপি সাংসদ দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে  উদয়ন গুহ বলেন, "আরে তুমি গাড়ি নিয়ে আসবে আর আমি রোলার নিয়ে যাব। দেখি তোমার গাড়ির কত দম আছে যে আমাকে উড়িয়ে দাও। তোমার গাড়ি শুদ্ধ তোমাকে উড়িয়ে দেবো।'' এদিন ঠিক এ ভাষাতেই বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি  দিলীপ ঘোষকে পাল্টা হুমকি দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

 প্রসঙ্গত,  ভেটাগুড়ি বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়ি। নাম না করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের বাড়ির কথাই বলেন উদয়ন গুহ। মন্ত্রী আরও বলেন, ''এবারের পঞ্চায়েত ভোটে গ্রামের মানুষই প্রার্থী ঠিক করবে। কোনও গ্রামপঞ্চায়েত সদস্য মানুষের কাছ থেকে টাকা নিয়ে থাকলে তিনি পঞ্চায়েত ভোটে টিকিট পাবেন না।''

 তিনি আরও বলেন, ''তৃণমূলের একজনই প্রার্থী থাকবে, একাধিক প্রার্থী থাকবে না। আলাদা রাজ্যের কথা বলে বিজেপি মানুষকে ভাঁওতা দিচ্ছে। আলাদা রাজ্য করে মানুষের কোনও ভালো হয় না। কাজেই বিজেপির কথায় ভুললে চলবে না। পঞ্চায়েত ভোটে তৃণমূলকে জেতাতে হবে।''