স্বামীর সঙ্গে ফোনে কথা বলেই চরম সিদ্ধান্ত গৃহবধূর!

গত পাঁচ মাস আগে বাবু শেখের সঙ্গে অশান্তি করে বাবার বাড়িতে এসে থাকতে শুরু করেছিলেন ফরিদা খাতুন।

স্বামীর সঙ্গে ফোনে কথা বলেই চরম সিদ্ধান্ত গৃহবধূর!

ট্রাইব টিভি ডিজিটাল: পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী গৃহবধূ। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানা এলাকার খামারপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ২৮ এর ফরিদা খাতুন নামের ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। 

জানা গিয়েছে, বছর ছয়েক আগে ফরিদা খাতুনের সঙ্গে বিয়ে হয় সাগরপাড়া থানা এলাকার কুমারপুর বাঙাল পাড়া গ্রামের বাসিন্দা বাবু শেখের। মৃতার ভাইয়ের অভিযোগ, বিয়ের পর থেকেই তার বোনের উপর নানারকম অত্যাচার চালাত জামাইবাবু। এই নিয়ে শ্বশুরবাড়িতে অশান্তি করে প্রায় দিনই বাবার বাড়িতে এসে থাকতেন ফরিদা খাতুন। যদিও পরে জামাইবাবু বাবু শেখ এসে সবকিছু মিটমাট করে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেন। 

পুলিশ সূত্রে খবর, ফের গত পাঁচ মাস আগে বাবু শেখের সঙ্গে অশান্তি করে বাবার বাড়িতে এসে থাকতে শুরু করেছিলেন ফরিদা খাতুন। জানা গিয়েছে, তারপর থেকেই জামাইবাবুর সঙ্গে তেমন কোনও যোগাযোগ ছিল না। অভিযোগ, মঙ্গলবার হঠাৎ ফরিদার ফোনে বাবু শেখের ফোন আসে। তারপর তাঁদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তাও হয়।

মৃতার ভাইয়ের আরও অভিযোগ, জামাইবাবুর সঙ্গে ফোনে কথা বলার পরই ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তার বোন ফরিদা খাতুন। এরপর পরিবারের লোকেরা বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে  গোধূন পাড়া হাসাপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থলে রাণীনগর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে রানীনগর থানায় নিয়ে যায়। তবে কী কারনে মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু করেছে রাণীনগর থানার পুলিশ।