Weather News: মহালয়ার আগে মেঘমুক্ত আকাশ! জানুন দুর্গাপুজোর আগে আবহাওয়ার বড় আপডেট

আগামী ২৪ ঘণ্টায় বিহার-ঝাড়খণ্ড-ছত্তিশগঢ় থেকে বর্ষা বিদায় নেবে। দু’দিনের মধ্যেও পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে। দক্ষিণবঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে।

Weather News: মহালয়ার আগে মেঘমুক্ত আকাশ! জানুন দুর্গাপুজোর আগে আবহাওয়ার বড় আপডেট
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: ঢাকের পিঠে পড়ে গিয়েছে কাঠি। প্যান্ডেলে প্যান্ডেলে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। জমিয়ে খাওয়াদাওয়া থেকে শুরু করে প্যান্ডেল হপিং। পুজোর পাঁচদিনের প্ল্যানিং নিয়ে চলছে জোর প্রস্তুতি। কিন্তু এতসব কিছুর মধ্যেও আমজনতার মনে ঘুরেফিরে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে আর সেটা হল পুজোয় এবার বৃষ্টি হবে না তো? 

পুজোর আবহাওয়া নিয়ে আমজনতার উদ্বেগে কিছুটা আশার আলো দেখাল আলিপুর হাওয়া অফিস। নাহ আর কালো মেঘের ঘনঘটা নয়। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনায় নেই। উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুজোর পাঁচদিন দক্ষিণের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে বলেই আশা প্রকাশ ক

জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বিহার-ঝাড়খণ্ড-ছত্তিশগঢ় থেকে বর্ষা বিদায় নেবে। দু’দিনের মধ্যেও পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে। দক্ষিণবঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে। তবে বৃহস্পতিবার থেকে জলীয়বাষ্পের পরিমাণ কমতে থাকবে। উইকেন্ডে শুকনো আবহাওয়ার পূর্বাভাস থাকবে। তবে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মহালয়ার দিন অর্থাৎ শনিবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম হবে। আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। দক্ষিণা বাতাসের জায়গায় পুবের বাতাস ও উত্তরে বাতাস প্রভাব বিস্তার করবে।