Mahua Moitra Mobile Hack: সাংসদের আইফোন হ্যাক! কেন্দ্রের বিরুদ্ধে তথ্য তালাশের অভিযোগ মহুয়ার

'ঘুষ নিয়ে প্রশ্ন' বিতর্কে মহুয়াকে নিয়ে জাতীয় রাজনীতিতে চর্চা চলছে। ওই ঘটনার সূত্রে লোকসভার এথিক্স কমিটির সামনে হাজির হতে হবে তাঁকে। আগামী ২ নভেম্বর তাঁকে তলব করা হয়েছে। বিস্তারিত জানুন...

Mahua Moitra Mobile Hack:  সাংসদের আইফোন হ্যাক! কেন্দ্রের বিরুদ্ধে তথ্য তালাশের অভিযোগ মহুয়ার
ছবি সৌজন্যে- টুইটার

ট্রাইব টিভি ডিজিটাল: টাকার বদলে প্রশ্ন। ব্যাপক চাপের মুখে রয়েছেন TMC সাংসদ মহুয়া মৈত্র। প্রশ্ন বিতর্কের জন্য ইতিমধ্যে বাংলার এই সাংসদকে তলব করেছে লোকসভার এথিক্স কমিটি। আর তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন Mahua Moitra। তাঁর ই-মেইল ও মোবাইল ফোন হ্যাক করার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ। মহুয়া মৈত্রের বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তার অভিযোগ তিনি তার আইফোনে অ্যাপেলের তরফ থেকে মেসেজ পেয়েছেন তার ফোন ও ইমেইল হ্যাকের চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, বিরোধী সাংসদদের ফোন হ্যাকিংয়ের অভিযোগ তুলে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। স্বরাষ্ট্র মন্ত্রককে নিশানা করে একযোগে নিশানা বিরোধী দলগুলির সাংসদদের। 

নিজের অ্যাপল ফোন হ্যাক নিয়ে সরব হয়েছেন মহুয়া মৈত্র। অ্যাপল থেকে মহুয়ার আইফোনে আসা সতর্কবার্তায় লেখা রয়েছে, ''রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা আপনাকে টার্গেট করেছে। অ্যাপল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত করা আছে, সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আপনি কে, কী করেন— সম্ভবত এ সব দেখে হ্যাকারেরা নির্দিষ্ট করে আপনাকেই ‘টার্গেট’ করেছে।'' 

অ্যাপল থেকে আরও বলা হয়েছে, ''এই রাষ্ট্র পরিচালিত হ্যাকারেরা যদি আপনার আইফোনে এক বার ঢুকতে পারে, আপনার ব্যক্তিগত তথ্য, কথোপকথন এমনকি ক্যামেরা এবং মাইক্রোফোনও ওদের হাতে চলে যাবে। তাই দয়া করে এই সতর্কবার্তাকে উপেক্ষা করবেন না।'' 

জানা গিয়েছে, ইমেল এবং মেসেজে এই বার্তা পেয়ে তার স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া। সেই সঙ্গে তিনি লিখেছেন, ''কেন্দ্রীয় সরকার আমার ফোন এবং ইমেল হ্যাক করার চেষ্টা করছে। অ্যাপল থেকে সেই সতর্কবার্তা পেয়েছি।'' পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রক, আদানি এবং প্রধানমন্ত্রীর দফতরকে উল্লেখ করে মহুয়া আরও লিখেছেন, ''আপনাদের ভয় দেখে আমার আপনাদের প্রতি করুণা হচ্ছে।'' 

প্রসঙ্গত, ঘুষ নিয়ে প্রশ্ন’ বিতর্কে মহুয়াকে নিয়ে জাতীয় রাজনীতিতে চর্চা চলছে। ওই ঘটনার সূত্রে লোকসভার এথিক্স কমিটির সামনে হাজির হতে হবে তাঁকে। আগামী ২ নভেম্বর তাঁকে তলব করা হয়েছে। যদিও মহুয়া আগেই জানিয়েছিলেন, পূর্ব পরিকল্পিত কর্মসূচির জন্য আগামী ৫ নভেম্বর পর্যন্ত তিনি এথিক্স কমিটিতে যেতে পারবেন না। তার পর যে কোনও দিন ডাকলে তিনি কমিটির সামনে হাজির হতে পারবেন। মহুয়া এ-ও জানিয়েছিলেন, কমিটির সামনে দাঁড়িয়ে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে মুখোমুখি প্রশ্ন করতে চান তিনি। তথ্যপ্রমাণ-সহ দর্শন তাঁকে কী কী উপহার দিয়েছেন, তা যেন কমিটির সামনেই বলেন ব্যবসায়ী। এটি তাঁর ‘মৌলিক অধিকার’ বলেও চিঠিতে উল্লেখ করেছিলেন মহুয়া। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ ‘মিথ্যা, বিদ্বেষমূলক এবং মানহানিকর’। এ বার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফোন হ্যাক করার চেষ্টার অভিযোগ তুললেন মহুয়া।