বড় জায়ের হাতে পদ্ম! ছোটজন লড়ছেন তৃণমূলের প্রতীকে, পঞ্চায়েতে জমজমাট গৃহযুদ্ধ

এক বউমাকে নির্দেশ দিচ্ছেন দক্ষিণ দিকে প্রচারে যেতে। অন্যদিকে ছোট বউমাকে নির্দেশ দিচ্ছেন উত্তরদিকে যেতে। গ্রামের মানুষেরা দুই জায়ের ভোটের লড়াই দেখে আনন্দে মেতেছেন।

বড় জায়ের হাতে পদ্ম! ছোটজন লড়ছেন তৃণমূলের প্রতীকে, পঞ্চায়েতে জমজমাট গৃহযুদ্ধ
বাঁ দিকে BJP প্রার্থী বড় জা। ডানদিকে TMC প্রার্থী ছোটো জা (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: রাসের মেলা থেকে শুরু করে মাটির পুতুল। সরভাজার জন্য বিখ্যাত নদিয়া জেলার কৃষ্ণনগর। এবার সেই নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের শিবনিবাগ গ্রাম পঞ্চায়েতের তারক নগর সুকান্তপল্লী গ্রামে পদ্ম ফোটাতে চাইছেন বাসন্তী বাড়ুই। অন্যদিকে একই গ্রাম পঞ্চায়েতে জোড়াফুল ফোটাতে মরিয়া  প্রিয়াঙ্কা বাড়ুই। বাসন্তী আর প্রিয়াঙ্কা আদতে সম্পর্কে বড় ও ছোটো জা। ভোটের ময়দানে তাঁরা দুই প্রতিপক্ষ হলেও বাড়িতে নেই রাজনীতির ছায়া। ভোটের প্রচারের পাশাপাশি দিব্যি ঘরসংসার সামলাচ্ছেন তাঁরা।   

নদীয়ার ১০৯ নম্বর বুথে এবার জমেছে জা'য়ে জা'য়ে ভোটের লড়াই। একই পরিবারের দুই জা'য়ের মধ্যে ভোটের লড়াই। দুই জা একই সুরে বলছেন সম্পর্ক সম্পর্কের জায়গায়। ভোটের লড়াই ময়দানে। পরিবারের সম্পর্ক পরিবারে থাকবে, ভোটের ময়দানে থাকবে শুধু রাজনৈতিক সম্পর্ক। বড় জা বাসন্তী বাড়ুই এবারের BJP প্রার্থী। গত পঞ্চায়েত নির্বাচনে একই বুথ থেকে ২০০ বেশি ভোটে জিতে ছিলেন তিনি। এবছর একই পরিবারের ছোট জা প্রিয়াঙ্কা বাড়ুই TMC প্রার্থী। দুই জা বাড়িতে একসঙ্গে রান্নাবান্নার কাজ সেরে শাশুড়ি মাকে প্রণাম করে ভোটের প্রচারে বেরোচ্ছেন।

শাশুড়ি মা দুই বৌমাকেই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। কিন্তু প্রশ্ন হল ভোট দেবেন কাকে? এক বউমাকে নির্দেশ দিচ্ছেন দক্ষিণ দিকে প্রচারে যেতে। অন্যদিকে ছোট বউমাকে নির্দেশ দিচ্ছেন উত্তরদিকে যেতে। গ্রামের মানুষেরা দুই জায়ের ভোটের লড়াই দেখে আনন্দে মেতেছেন। গ্রামবাসীরা মজার সুরে বলছেন, 'একই পরিবারের দুই জায়ের মধ্যে একজন জিতবে ।আর যেই জিতুক আমরা আনন্দ করব।' 

দুই জায়ের ভোটে জেতার ব্যাপারে প্রশ্ন করা হলে বড় জা তথা বিজেপি প্রার্থী বাসন্তী বাড়ুই বলেন, ''আমার জেতা আসন এবং যেভাবে আমি গ্রামের মানুষের কাজ করেছি, গ্রামের মানুষেরা আমাকে এ বছর দ্বিগুণ ভোটে জয়লাভ করাবেন। গুরুজনরা আমাকে সেই আশীর্বাদ করছেন।'' পাশাপাশি তিনি আরও বলেন, ''পঞ্চায়েত ভোটের পর লোকসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে প্রায় দ্বিগুণ ভোটে জয়লাভ হয়েছে বিজেপি প্রার্থীরা এই বুথ থেকে। সেই জন্য তিনিও আশাবাদী এবছর দ্বিগুণ ভোটে জিতবেন।''

অন্যদিকে ছোট জা প্রিয়াঙ্কা মন্ডল তিনিও জেতার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ''আমিও গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে প্রচার করছি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান তুলে ধরছি।'' তার বিশ্বাস উন্নয়নে খতিয়ান দেখে তাকেই ভোট দিয়ে জয়লাভ করাবেন। এখন দেখার বিষয় ভোটের লড়াই কে জেতেন। শাশুড়ি মা সুষমা বাড়ুই বলেন, ''দুই বৌমার প্রতি আমার আশীর্বাদ রয়েছে। যেই জিতুক আমার পরিবারের এক বৌমা জিতবেই তখন তাকে আমি জয়ী হওয়ার জন্য আশীর্বাদ করব।''