SSC Scam News: জোর করে হেনস্থা করা হচ্ছে অভিষেককে, ফাঁসানোর চেষ্টা করেছিল BJP

এদিন মরু শহর দুবাই থেকে এক ভিডিয়ো বার্তায় কুণাল ঘোষ বলেন, রাজনীতিতে বিরোধীরা শকুনের চোখ লাগিয়ে রাখে। সেজন্য দু-একটি কথা বলে রাখা দরকার।

SSC Scam News: জোর করে হেনস্থা করা হচ্ছে অভিষেককে,   ফাঁসানোর চেষ্টা করেছিল BJP
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ে স্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আদালত জানিয়ে দিয়েছে, ইডির দায়ের করা ইসিআইআরের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। আদালতের এই সিদ্ধান্তকে হাতিয়ার করে এবার আসরে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। অভিষেককে যে অহেতুক হেনস্তা করা হচ্ছিল, সেটা এবার প্রমাণিত। দাবি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। একই কথা বলছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও। 

এদিন মরু শহর দুবাই থেকে এক ভিডিয়ো বার্তায় কুণাল ঘোষ বলেন, ''রাজনীতিতে বিরোধীরা শকুনের চোখ লাগিয়ে রাখে। সেজন্য দু-একটি কথা বলে রাখা দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বারবার বলেছেন যে তিনি বিন্দুমাত্র অপরাধ করেননি। কেউ তাঁর বিরুদ্ধে বিন্দুমাত্র কোনও প্রমাণ যদি দেখাতে পারে, তাহলে তিনি নিজে শাস্তি মাথা পেতে নেবেন। আজ আদালতের রায়ে অভিষেকের কথাগুলিই প্রতিধ্বনিত হয়েছে।'' 

তিনি আরও বলেন, ''BJP যে এতদিন জোর করে কোনও প্রমাণ ছাড়া স্রেফ রাজনৈতিক ভাবে হেনস্তা করার জন্য অভিষেককে ফাঁসানোর চেষ্টা করেছে, সেটা প্রমাণিত।'' শুক্রবার অভিষেক প্রসঙ্গে একই কথা বলছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও। তিনি বলেন, ''হাইকোর্টের নির্দেশের পর এটা পরিষ্কার অভিষেককে হেনস্তা করার জন্য বারবার টার্গেট করা হয়েছে। উদ্দেশ্য একটাই যে তাঁকে বদনাম করো, এবং রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দাও। আমরা ধিক্কার জানাই।'' 

প্রসঙ্গত, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট। তবে ইডির ইসিআইআর খারিজ করল না আদালত। জানা গিয়েছে, অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না ইডি-সিবিআই। শুক্রবার এই নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির পর্যবেক্ষণ, সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পরে ইডি কোনও তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরতে পারেনি। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ED-র ECIR খারিজের আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই মুহুর্তে ECIR খারিজের আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট।